সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় জমি নিয়ে বিরোধ ভাউন্ডারী ভাঙ্গার অভিযোগ
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৯:৫৪:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ ফেব্রুয়ারী ২০২৪
- / ৪৭৬ বার পড়া হয়েছে

খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকার কাশর গ্রামের বিল্লাল হোসেনের পৈত্রিক জমিতে অনধিকার প্রবেশ করে টিনের ভাউন্ডারী ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ভাউন্ডারী ভাংচুর করার অভিযোগ এনে উপজেলার বড় কাশর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে বিল্লাল হোসেন জানান, পৈত্রিক ও হেবার ঘোষনা দলিল মূলে কাশরগড় মৌজার ৪০ শতাংশ জমি প্রাপ্ত হয়ে ভোগদখলে রয়েছেন। মোঃ আঃ রহিম গংরা বিল্লালের জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা করে আসছে। গত ৬ফেব্রুয়ারী রহিম গংরা বিল্লালের জমিতে থাকা টিনের ভাউন্ডারী ভাংচুর করে অনুমান ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এবিষয়ে বিল্লাল বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









