খলিলুর রহমান:- ময়মনসিংহের ভালুকার কাশর গ্রামের বিল্লাল হোসেনের পৈত্রিক জমিতে অনধিকার প্রবেশ করে টিনের ভাউন্ডারী ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। ভাউন্ডারী ভাংচুর করার অভিযোগ এনে উপজেলার বড় কাশর গ্রামের মৃত আঃ আজিজের ছেলে বিল্লাল হোসেন বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগে বিল্লাল হোসেন জানান, পৈত্রিক ও হেবার ঘোষনা দলিল মূলে কাশরগড় মৌজার ৪০ শতাংশ জমি প্রাপ্ত হয়ে ভোগদখলে রয়েছেন। মোঃ আঃ রহিম গংরা বিল্লালের জমি জোরপূর্বক জবর দখলের পায়তারা করে আসছে। গত ৬ফেব্রুয়ারী রহিম গংরা বিল্লালের জমিতে থাকা টিনের ভাউন্ডারী ভাংচুর করে অনুমান ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে। এবিষয়ে বিল্লাল বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.