ভালুকায় অটিস্টিক শিশুর রহস্যজনক মৃত্যু; সৎ মা আটক
- আপলোড সময়: ১০:৪৫:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ ডিসেম্বর ২০২২
- / ৪৩৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় ময়লা পানির গর্ত থেকে মোঃ আব্দুল্লাহ আল মারুফ নামে পৌনে ৭বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের জামিদিয়া এলাকা থেকে শিশুর মরদেহটি উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, শিশুর পিতা মাহমুদুল হাসান ১ম স্ত্রী লুৎফুন নাহারকে তালাক দিয়ে লাবলী আক্তারকে ২য় বিয়ে করেন। শিশুটি অটিস্টিক হওয়ায় সৎ মা লাবলী আক্তার শিশুটিকে প্রায়ই নির্যাতন করতো। ঘটনার দিন সোমবার সকাল ১০টা থেকে শিশুটি নিখোঁজ হলে অনেক খুঁজাখুঁজির পর স্থানীয়রা গোসলখানার ময়লা পানির গর্ত শুকিয়ে সন্ধ্যায় তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে লাশ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে যায়। ভালুকা মডেল থানা পুলিশ পরিদর্শক মোঃ জাহাঙ্গীর আলম জানান, খবর পেয়ে নিহত মারুফের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। লাশের গলা ও পায়ে আঘাতের চিহ্ন পাওয়ায় সৎ মাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে।










