মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি

মঠবাড়িয়ায় কলেজ অধ্যক্ষকে জুতা পেটাকারী সেই অফিস সহকারীকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১, ৮.৩৫ এএম
  • ৮৪৬ বার পাঠিত

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটাকারী অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক সমাজ।শনিবার দুপুরে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে মঠবাড়িয়াস্থ সকলস্তরের শিক্ষক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক লিখিত বক্তব্যে জানান, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উর্ধ্বতন কর্তৃপক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিতের কারণে ফৌজদারী অপরাধ এবং সুস্পষ্টভাবে চাকুরি বিধি লঙ্ঘন করেছেন। এ হামলা শুধু অধ্যক্ষ বিনয় বলের উপর নয়। পুরো শিক্ষক সমাজের উপর হামলা বলে পরিগণিত হয়েছে। লিখিত বক্তব্যে তিনি ফরিদা ইয়াসমিনের শাস্তিস্বরূপ অতি দ্রুত তাকে চাকুরিচ্যুত করার দাবি জানান এবং আগামী সোমবারের মধ্যে ফরিদা ইয়াসমিনকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সরকারী কলেজের প্রভাষক মোহসেনুল মান্না, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, সাফা ডিগ্রি কলেজের প্রভাষক এ,কে সাকিল আহমেদ, ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মোতালেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র ও প্রাথমিক শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক সুমন্ত্র হাওলদার সুমন প্রমূখ। উল্লেখ্য, গত ১৬ আগস্ট কলেজের অফিস কক্ষে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতাপেটা করে। পরে এঘটনার ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পরের দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে অফিস সহকারী ফরিদাকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। এদিকে ঘটনা তদন্তে শিক্ষামন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs