শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ার সাফা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বলকে জুতাপেটাকারী অফিস সহকারী ফরিদা ইয়াসমিনকে গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন শিক্ষক সমাজ।শনিবার দুপুরে শহরের মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে মঠবাড়িয়াস্থ সকলস্তরের শিক্ষক সমাজের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মঠবাড়িয়া কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও মহিউদ্দিন আহমেদ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আজিম উল হক লিখিত বক্তব্যে জানান, অফিস সহকারী ফরিদা ইয়াসমিন উর্ধ্বতন কর্তৃপক্ষকে শারীরিকভাবে লাঞ্ছিতের কারণে ফৌজদারী অপরাধ এবং সুস্পষ্টভাবে চাকুরি বিধি লঙ্ঘন করেছেন। এ হামলা শুধু অধ্যক্ষ বিনয় বলের উপর নয়। পুরো শিক্ষক সমাজের উপর হামলা বলে পরিগণিত হয়েছে। লিখিত বক্তব্যে তিনি ফরিদা ইয়াসমিনের শাস্তিস্বরূপ অতি দ্রুত তাকে চাকুরিচ্যুত করার দাবি জানান এবং আগামী সোমবারের মধ্যে ফরিদা ইয়াসমিনকে গ্রেফতার না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন। সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সরকারী হাতেম আলী বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সরকারী কলেজের প্রভাষক মোহসেনুল মান্না, মিরুখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খান, সাফা ডিগ্রি কলেজের প্রভাষক এ,কে সাকিল আহমেদ, ডাঃ রুস্তম আলী ফরাজী কলেজের প্রভাষক মোতালেব হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, গুলিসাখালী জি.কে ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র ও প্রাথমিক শিক্ষকদের পক্ষে প্রধান শিক্ষক সুমন্ত্র হাওলদার সুমন প্রমূখ। উল্লেখ্য, গত ১৬ আগস্ট কলেজের অফিস কক্ষে অফিস সহকারী ফরিদা ইয়াসমিন ভারপ্রাপ্ত অধ্যক্ষকে জুতাপেটা করে। পরে এঘটনার ভিডিও যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তোলপাড় সৃষ্টি হয়। ঘটনার পরের দিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিনয় কৃষ্ণ বল বাদী হয়ে অফিস সহকারী ফরিদাকে আসামী করে মঠবাড়িয়া থানায় একটি মামলা করেন। এদিকে ঘটনা তদন্তে শিক্ষামন্ত্রণালয় ও কলেজ কর্তৃপক্ষ পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.