ভালুকায় ধর্ষণসহ বিভিন্ন মামলায় ১২ জন আটক

- আপলোড সময়: ১২:১৩:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩৪৭ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় ধর্ষণ মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার ১২ জনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। আটককৃতদের ২২ ফেব্রুয়ারি (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
থানা সুত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী এলাকায় বাসা ভাড়া দেওয়ার কথা বলে জোর পূর্বক ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (মাস্টার) নামে একজনকে আটক করা হয়েছে এবং বিভিন্ন মামলায় পুলিশের অভিযানে আরো এগারো জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, শাহ জামাল, মোঃ বিপ্লব, মোঃ কাজল মিয়া, মোঃ রাসেল মিয়া, শাহাদাত হোসাইন, মোঃ হুমায়ুন, মোঃ জহিরুল ইসলাম, মোঃ ফয়সাল, মোঃ নজরুল ইসলাম, মোঃ সেলিম ও মোঃ এনামুল হক। তাদের উপজেলার বিভিন্ন এলাকায় থেকে আটক করা হয়েছে। আটককৃতরা সাজা প্রাপ্ত, ওয়ারেন্টে ভুক্ত ও নিয়মিত মামলার আসামি।
ভালুকা মডেল থানার ইনস্পেকটর (তদন্ত) জাহাঙ্গীর আলম জানান, গৃহিনীকে ধর্ষণের অভিযোগে মফিজ উদ্দিন (মাস্টার) নামে একজন সহ বিভিন্ন মামলায় ১২ জন আসামিকে উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে আটক করে আদালতে পাঠানো হয়েছে।