সংবাদ শিরোনাম :
ভালুকায় বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০১:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৪
- / ৩৩৯ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতনের দাবিতে গ্লোরী টেক্স এন্ড এ্যাপারেলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার পৌর সদরের থানার মোড় এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা বিক্ষোভ করেন শ্রমিকরা।
এ সময় শ্রমিকরা জানায়, কারখানার কর্তৃপক্ষ গত মাসের বকেয়া বেতন পরিশোধ না করায় তারা মহাসড়কে অবরোধ শুরু করে। এতে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকলে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।
পরে বিক্ষুব্ধ শ্রমিকরা স্থানীয় প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে ফলপ্রসো আশ্বাসের প্রেক্ষিতে অবরোধ তুলে নেন।
ট্যাগস :










