সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় কলা গাছের সাথে শত্রুতা
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০১:২৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১০ জানুয়ারী ২০২৪
- / ৪১৫ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় রাতের আঁধারে এক ব্যক্তির কলা বাগানের প্রায় শতাধিক গলাগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (০৯জানুয়ারী) রাতে উপজেলার ধলিয়া দেয়ালিয়াপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, ভালুকা দলিল লেখক সমিতির সাবেক সভাপতি শফিকুল ইসলাম উপজেলার ধলিয়া দেয়ালিয়াপাড়ায় তার গ্রামের বাড়িতে ২১ শতক জমিতে কলাগাছ লাগান। দেড়মাস পর কলাগাছে ফলন ধরার কথা। এ অবস্থায় ঘটনার রাতে দুর্বৃত্তরা তার কলা বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলে। ক্ষতিগ্রস্ত শফিকুল ইসলাম জানান, তার গ্রামের বাড়িতে ২১ শতক জমিতে ২০০ কলাগাছ রোপন করেন। বুধবার সকালে তিনি খবর পান শত্রুতা করে কে বা কাহারা তার কলা বাগানের শতাধিক কলাগাছ কেটে ফেলেছে। এ ঘটনায় থানায় তিনি অভিযোগ দিবেন বলে ও জানান তিনি।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









