সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                হারানো বিজ্ঞপ্তি:- ওমরাহ করতে এসে হারিয়ে গেলেন নেত্রকোনার জুবেদা আক্তার
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৫:০০:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ অগাস্ট ২০২৩
 - / ২১৩৬ বার পড়া হয়েছে
 

মোঃ আরিফ বিল্লাহ জামিল,সৌদি আরব থেকে:- বাংলাদেশ থেকে উমরা করতে এসে হারিয়ে গেছেন নেত্রকোনার জুবেদা আক্তার (৭০) বাংলাদেশ থেকে গত ৩/৮/২৩ইং রোজ বৃহস্পতিবার উমরার উদ্দেশ্যে একটি কাফেলা মক্কায় এসে পৌঁছান তারপর সেই কাফেলার সাথে জুবেদা আক্তার ও ছিলেন। সকল হাজীগণ ওমরাহ করায় মশগুল হয়ে যান জুবেদা গ্রামের সহজ সরল মহিলা নতুন জায়গা নতুন হওয়াতে হাজারো মুসল্লিদের ভিড়ে কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন।
তারপর থেকে কাফেলার সাথীগণ তাকে খুঁজে পাচ্ছে না এ বিষয়ে জুবেদা আক্তারের ছেলে জানান গত ৭/৮/২৩ইং হতে হারিয়েছেন এখন পর্যন্ত তার সন্ধান মেলেনি যদি কোন হৃদয়বান ব্যক্তি হেরামের আশেপাশে দেখে থাকেন হেরামের কর্মরত পুলিশের হাতে হস্তান্তর করিবেন হারানো মহিলার ঠিকানা নেত্রকোনা জেলা বারহাট্টা থানা ঠাকুরকোনা গ্রাম।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









