সংবাদ শিরোনাম :
ভালুকায় বাসচাপায় গার্মেন্টসকর্মী নিহত

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:১৭:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩
- / ২৯৬ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকায় রাস্তা পারাপারের সময় যাত্রীবাহি বাসচাপায় প্রান্ত ঘোষ (২২) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল (৪ জুলাই) মঙ্গলবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে। নিহত প্রান্ত ঘোষ হালুয়াঘাট উপজেলার হাপানিয়া গ্রামের পরিমল ঘোষের ছেলে। তিনি নারায়নগঞ্জে একটি কারখানার শ্রমিক ছিলেন।
ভরাডোবা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ রিয়াদ মাহমুদ জানান, ঘটনার সময় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় প্রান্ত ঘোষ নামে এক ব্যক্তি রাস্তা পাড় হচ্ছিলেন। এ সময় ঢাকাগামী সৌখিন পরিবহণের একটি যাত্রীবাহি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে এবং পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে।
ট্যাগস :