ভালুকায় মোবাইল আইটপ আপ নম্বরে টাকা নিয়ে ব্যবসায়ী লাপাত্তা

- আপলোড সময়: ১০:০১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৩
- / ৩১১ বার পড়া হয়েছে

সাহিদুজ্জামান সবুজ, ভালুকা প্রতিনিধি :- ময়মনসিংহের ভালুকায় বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেড এর আর এসও কর্মকর্তা নুরুল ইসলাম নাহিদের কাছ থেকে ফেক্সিলোড ব্যবসায়ী মোতালেব হোসেন তার মোবাইল আইটপ আপের বিভিন্ন নম্বরে ৪,১২,৯০০/- টাকা নিয়ে লাপাত্তা রয়েছেন। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করছেন নুরুল ইসলাম নাহিদ। সে ময়মনসিংহ হালুয়াঘাট ধলাপানি এলাকার জয়নাল আবেদীনের ছেলে। অভিযোগ সূত্রে জানাযায়, টাকা নিয়ে লাপাত্তা হওয়ার পর নুরুল ইসলাম নাহিদ গত ০৭/০২/২০২৩ তারিখ সকালে রংপুরের কাউনিয়া থানার মোতালেব হোসেনের বাড়িতে খোঁজ করতে গেলে মোতালেবের স্ত্রী সাথে থাকা খাইরুল ইসলাম এবং নুরুল ইসলাম নাহিদকে গালিগালাজ করে মারধরের হুমকি দেয়। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।