রবিবার, ১৯ মে ২০২৪, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :

গান গেয়ে ৩০০ পরিবারে খাবার দিল ভালুকার বন্ধু ফাউন্ডেশন

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২, ৮.৫১ এএম
  • ১৬৬ বার পাঠিত

আতাউর রহমান তরফদার:-ময়মনসিংহ ভালুকায় কনসার্টে গানগেয়ে তহবিল সংগ্রহ করা অর্থে কেনা শুকনো খাবার নেত্রকোনার মোহনগঞ্জের পালগাঁও বন্যা কবলিত ৩০০ পরিবারের মাঝে ২৯ জুন বুধবার বিতরণ করেছেন ভালুকার বন্ধু ফাউন্ডেশনের একদল তরুন। বুধবার সকালে চিরা,গুড়, খাবার স্যালাইন এর সমন্বয়ে ৩০০ প্যাকেট নিয়ে বন্ধু ফাউন্ডেশনের পক্ষ হতে একটি মিনি ট্রাক নেত্রকোনা জেলার মোহনগঞ্জের পালগাঁও পৌছে। পরে স্থানীয় ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরীর সার্বিক সহযোগিতায় বন্যার্ত পরিবার গুলির মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন বন্ধু ফাউন্ডেশনের পক্ষ হতে মুনতাছির তরফদার রাফি, হাবিবুর রহমান, আল শাহরিয়ার লিমন, রাকিবুল ও ইকফাতুল জান্নাত।এর আগে বন্যা দুর্গত মানুষের দুঃখ দুর্দশার কথা ভেবে ভালুকার বন্ধু ফাউন্ডেশনের একদল তরুন ছাত্র তহবিল সংগ্রহের জন্য একটি কনসার্টের আয়োজন করে। তাদের আহবানে নিস্বার্থ সারা দিয়ে গত ২৬ জুন ভালুকা বাসস্ট্যান্ড স্মৃতিসৌধ চত্তরে আয়োজিত কনসার্টে সংগীত পরিবেশন করেন অভি গোলন্দাজ, অণিক মাহমুদ, ঐশী নন্দী, কাজী নজরুল ইসলাম বিশ্বা বিদ্যালয়ের সংগীত বিভাগের সাবেক ছাত্র নবীন তরফদার, তপতি নন্দী বন্যা, বর্তমান ছাত্র নূর রহমান প্রান্ত, হৃদয় খন্দকার ও আরো অনেকে। কনসার্ট অনুষ্ঠানে বন্ধু ফাউন্ডেশনের পাশে ছিলেন ভালুকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আসাদুľামান সুমন। তাদের এ মহতি উদ্যোগককে অনেকে অভিনন্দন জানিয়েছেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs