মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার,পাষণ্ড স্বামী পলাতক আটক-৩ ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল বন্ধ চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রী সাধারণ ভালুকায় নাতির হাতে দাদি খুন আটক-৩ ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভালুকায় বোরো ধানে চিটা: দিশেহারা কৃষক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২, ১.৪৭ পিএম
  • ২৭৮ বার পাঠিত

বিশেষ প্রতিনিধি: প্রতি বছর বোরো ধান আবাদ করে পুরো সংসারের চাহিদা পূরণ করে আসছিলেন কৃষক দেলোয়ার হোসেন। চলতি বছর বোরো মওসুমে প্রায় এক একর জমিতে ‘ব্রি-ধান ২৯ আবাদ করেন। স্বপ্ন ছিলো অন্যান্য বছরের ন্যায় এবারও পরিবারের চাহিদা মেটানোর। কিন্তু সেটি আর হচ্ছে না। তার আবাদকৃত বেশিরভাগ জমির ধানেই ব্লাস্টের আক্রমণে চিটা হয়ে গেছে।এতে করে চরম লোকসানের মুখে পড়েছেন তিনি। হতাশায় দিন কাটাচ্ছেন দেরোয়ারের পরিবার।দেলোয়ার ময়মনসিংহের ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের বাসিন্দা। বাড়ির কাছেই লাউতি খালের পাড়ে এক্সিল্যান্ড সিরামিক্স ফ্যাক্টরীর পাশে তার বোরো আবাদের জন্য বর্গা এক একর জমি। তিনি ছাড়াও একই এলাকার কৃষক আমিনুল ইসলামের ১০ কাঠা ও আব্দুল মতিনের ৫ কাঠা জমিতে ‘ব্রি-ধান-২৮ আবাদ করছিলেন। তারাও চরম ক্ষতির সম্মুখীন হয়েছেন। ক্ষতিগ্রস্ত কৃষক দোলোয়ার জানান, কৃষি অফিসারকে তিনি চিনেন না, এমনকি কখনো দেখেনই নি। দুইদিন আগে ক্ষেতের অবস্থা ভালো ছিলো কিন্তু দুইদিনেই বেশিরভাগ ক্ষেতের ধানই চিটা হয়ে গেছে। অভিযোগ রয়েছে, ওই ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষি অফিসার সাবেরা আক্তার মৌসুমে একবারও কৃষকদের ধারে কাছে যান না। স্থানীয় বাজারে সার কিটনাশকের দোকানে কিছু সময় কাটিয়ে চলে যান। তাই ওই এলাকার নিদিষ্ট কয়েকজন কৃষক ছাড়া তাকে অন্যরা চিনেন না।

খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার বেশ কিছু এলাকায় বোরো ধানে চিটা হওয়ার দাবি করছেন কৃষকরা। ব্রি-২৮ জাতের ধান কাটা শুরু হলে মাড়াই করতে গিয়ে এই সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে কৃষকদের অভিযোগ। উপজেলা কৃষি অফিসারের বিরুদ্ধে রয়েছে কৃষকদের পাশে না পাওয়ার অভিযোগ। তিনি অফিস থেকে বের হননা। অফিসে গিয়েও এই কর্মকর্তার সাক্ষাৎ পাওয়া কঠিন। মোবাইল নাম্বার কাউকে দেয়া ও রিসিভেও রয়েছে উনার অনীহা। উপজেলা কৃষি কর্মকর্তা জেসমিন জাহান জানান, উপজেলায় এবছর ১৮ হাজার ৮৯৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের বোরো ধানের আবাদ হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় পোঁকা আক্রমণের বিষয়টি স্বীকার করে বলেন, ব্রি-২৮ ধানসহ বেশ কয়েকটি জাতের ধানে চিটা দেখা দিয়েছে, তবে তার মাত্রা বেশি নয়। উপসহকারী কৃষি কর্মকর্তারা সার্বক্ষনিক মনিটরিংয়ে রয়েছেন বলে তিনি জানান।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs