বুধবার, ০৮ মে ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভালুকায় গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার,পাষণ্ড স্বামী পলাতক আটক-৩ ভালুকায় কারখানা শ্রমিকদের মহাসড়ক অবরোধ, দুই ঘন্টা যানচলাচল বন্ধ চরম ভোগান্তিতে দূরপাল্লার যাত্রী সাধারণ ভালুকায় নাতির হাতে দাদি খুন আটক-৩ ভালুকায় জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালিত ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ভালুকায় বিয়ের কথা বলে স্বাক্ষর নিয়ে মানসিক ভারসাম্যহীনের কোটি টাকা মূল্যের জমি লিখে নেয়ার অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ১১.২৫ এএম
  • ৪৭৯ বার পাঠিত

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় বিয়ের কথা বলে প্রতারনা করে স্বাক্ষর নিয়ে এক মানসিক রোগী ফজলুল হকের (৬০) কোটি টাকা মূল্যের এক একর জমি লিখে নেয়ার অভিযোগ উঠেছে। বিয়ের কথা বলে স্বাক্ষর নেয়া হয়েছিলো বলে জমির মালিক ও স্থানীয়দের অভিযোগ। ঘটনার পর প্রতারকের বিরুদ্ধে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করেছেন।

জমির মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাড়াগাঁও গ্রামের মুক্তিযোদ্ধা মৃত শহিদুল্লাহর ছেলে মানসিক রোগী ফজলুল হকের পাড়াগাঁও মৌজার সিএস ১০২৩ নম্বর দাগে ও বিএস ১৭১৬৮ নম্বর দাগে প্রায় কোটি টাকা মূল্যের জমি ৫৯ লাখ ৫০ হাজার টাকা মূল্য উল্লেখ করে এক একর জমি লিখে লিখে নেয়া হয়েছে। গত ১২ জানুয়ারী দলিল লেখক মনিরুদ্দিন মাষ্টারের মাধ্যমে স্থানীয় ইউনিভার্সাল ওয়াশিং এন্ড গার্মেন্ট লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক জনৈক আতিকুল আলম চৌধুরীর নামে (দলিল নম্বর-৩৫৪) কমিশনের মাধ্যমে দলিলটি রেজিষ্ট্রি হয়। ঘটনার পর এলাকাবাসি ওই প্রস্তাবিত কোম্পানীর গেইটে মুরাদ হোসেন বিপ্লবের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেন।

এ ব্যাপারে স্থানীয় একাধিক ব্যক্তি জানান, পাগল ফজলুকে কোন টাকা পয়সা না দিয়ে বিয়ের কাবিনের কথা বলে প্রায় কোটি টাকা মূল্যের জমি কৌশলে লিখে নিয়েছেন। এই ঘটনার প্রতিবাদে কোম্পানীর গোইটের সামনে এলাকার কয়েক’শ লোক প্রতারক ও জমির দালালের বিচার চেয়ে বিক্ষোভ মিছিল করেছে।

জমির মালিক ফজলুল হক জানান, তাকে বিয়ে করাবে বলে কাগজে স্বাক্ষর নেয়। পরে জানতে পারি আমার এক একর জমি লিখে নিয়েছে।

ফজলুল হকের ভাই আজিজুল হক জানান,‘ আমার ভাইয়ের জমি প্রতারণার মাধ্যমে দলিল করে নিয়েছে। এ ব্যাপারে আমরা কোম্পানীর বিরুদ্ধে দলিল বাতিল ও প্রতারণার অভিযোগ এনে আদালতে মামলা করেছি।’

ভালুকা সাব-রেজিস্ট্রার আসমা আক্তার বলেন, ‘দলিলটা কমিশনে হয়েছে। সেখানে আমি উপস্থিত ছিলাম না। এ দলিলের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।’

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs