বুধবার, ০১ মে ২০২৪, ০৬:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ভালুকায় মে দিবস উপলক্ষে মটরযান কর্মচারী শ্রমিক ইউনিয়নের র‌্যালী শিল্পবান্ধব স্মার্ট ভালুকা গড়ে তুলতে চান ————- ড. মামুদুল হাসান বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ”

আমি গর্বিত কারণ আমি নারী

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ মার্চ, ২০২২, ২.২৮ এএম
  • ৫৪৪ বার পাঠিত

সালমা খাতুনঃ- পুরুষ থাকবে মাঠে আর নারী থাকবে রান্নাঘরে, পুরুষের হাতে তলোয়ার আর নারীর আঙ্গুলে সুঁচ, পুরুষের আছে মাথা আর নারীর আছে হৃদয়, পুরুষ আদেশ করে আর নারী পালন করে, এর ব্যত্যয় হলেই বিশৃঙ্খলা আর নৈরাজ্য” এই ধারণাকে চ্যালেঞ্জ করে নারী আজ সভ্যতার বিকাশে এগিয়ে চলছে প্রতিটি কাজেকর্মে সমান পারদর্শীতায়। নারী আজ সমগ্র বিশ্বকে দেখিয়েছে যে হাত দোলনা দোলায় সে হাত বিশ্ব শাসন করে। আজ পর্যন্ত সমাজের প্রতিটি বিজয়, প্রতিটি সাফল্য, প্রতিটি সৃষ্টির পিছনে রয়েছে নারীর অবদান। নারী মমতাময়ী আশ্রয়ে শিশুকে বড় করেছে, পুরুষের পাশে থেকে প্রেরণা যুগিয়েছে, ভ্রাতৃত্ববন্ধনে সহোদরকে এগিয়ে যেতে পাথেয় যুগিয়েছে। নারীর সাহসে পুরুষ আকাশ জয় করেছে। হিমালয়ে উঠেছে, সমুদ্র পাড়ি দিয়েছে, তবে নারীরা যে শুধু প্রেরণা, ভালবাসা ও আনন্দ দিয়েছে সেটি নয়। সঙ্গে সঙ্গে নারী পালন করেছে নেতৃস্থানীয় ভূমিকা। উপমহাদেশের নারী নেত্রী ইলা মিত্র দেখিয়েছেন কিভাবে পরাধীনতার বিরুদ্ধে যুদ্ধ করতে হয়। শহীদ জননী জাহানারা ইমাম দেখিয়েছেন কিভাবে দেশের স্বার্থে সন্তানকে উৎসর্গ করতে হয়। বর্তমান বিশ্বেও সর্বাধিক আলোচিত বিষয়সমূহের মধ্যে একটি হচ্ছে নারীর ক্ষমতায়ন, বহুল আলোচিত এই প্রত্যয়টিকে এখন সামাজিক উন্নয়নের সূচক হিসেবে বিবেচনা করা হয়। কেবলমাত্র মানবতার অবস্থা থেকে নারীর মুক্তি বা নারী উন্নয়নের জন্যেই নয় বরং পৃথিবী মুখোমুখি এমন সমস্যার সমাধানে প্রধান ও প্রথম ধাপ হিসেবে নারীর ক্ষমতায়নকে প্রয়োজনীয় বলে বিবেচনা করা হচ্ছে। কেবলমাত্র আন্তর্জাতিক পরিসরেই নয় বাংলাদেশেও স্থানীয় পর্যায় থেকে শুরু করে জাতীয় পরিসরে যেকোন নীতি নির্ধারণী আলোচনায় বা সমস্যার সমাধানে নারীর ক্ষমতায়নকে গুরুত্ব দেয়া হচ্ছে। আজ সমস্ত জাতি বুঝতে সক্ষম হয়েছে যে, নারীদেরকে সাথে না নিয়ে সমাজের কোন উন্নয়নই সম্ভব নয়। একটি গাড়িকে সামনে নিতে হলে যেমন গাড়িটির সামনের ও পিছনের চাকার সমান প্রয়োজন রয়েছে, ঠিক তেমনি পুরুষের পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়নে রয়েছে নারীর ভূমিকা।

আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীর প্রতি রইলো
আমার বিনম্র শ্রদ্ধা, আমি গর্বিত কারণ আমি নারী।
লেখকঃ- 
উপজেলা নির্বাহী অফিসার
ভালুকা, ময়মনসিংহ।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs