সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় অজ্ঞাত গাড়ী চাপায় নারী মিল শ্রমিকের মৃত্যু
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৯:১৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী ২০২২
 - / ৩৪৬ বার পড়া হয়েছে
 

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত গাড়ি চাপায় এক নারী গার্মেন্টস শ্রমীক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকালে উপজেলার কাঠালী পল্লী বিদ্যুৎ অফিসের সামনে।নিহত গার্মেন্টস শ্রমীক মর্জিনা আক্তার মুন্নি গাজিপুরের কালিগঞ্জ উপজেলার বাধারতি গ্রামের মুকুল মিয়ার মেয়ে। হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আলী হোসেন জানান, নিহত মর্জিনা আক্তার মুন্নি উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কটনডায়িং এন্ড স্পিনিং মিলে চাকুরি করতেন। তিনি কর্মস্থলে যাওয়ার সময় রাস্তা পারাপারের সময় অজ্ঞাত গাড়ি চাপায় ঘটনাস্থলেই তিনি মৃত্যুবড়ণ করেন।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









