ভালুকার হবিরবাড়ীতে সতন্ত্র ইউপি চেয়ারম্যান প্রার্থীর ব্যাপক শোডাউন ও গণসংযোগ
																
								
							
                                - আপলোড সময়: ০৭:৪১:৫১ অপরাহ্ন, সোমবার, ২৪ জানুয়ারী ২০২২
 - / ৪২১ বার পড়া হয়েছে
 

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় আসন্ন হবিরবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রিপন ঘোড়া প্রতীকে ব্যাপক নির্বাচনি শোডাউন ও গণসংযোগ করেছেন।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হবিরবাড়ী ইউনিয়নের সিডস্টোর বাজারের দোকানপাট ও ভোটারদের কাছে পাঁয়ে হেঁটে হেঁটে নির্বাচনি শোডাউন ও গণসংযোগ করেন।
এ সময় স্বতন্ত্র প্রার্থী বলেন, আমি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি, জনগণের ভালোবাসায় জনগণের মনোনীত প্রার্থী হয়েছি।
জনগণের পাশে ছিলাম আছি এবং থাকবো। জনগণই আমার মূল ভরসা, সুষ্ঠু ভোট হলে আমাদের ঘোড়া প্রতীকর বিজয় হবে ইনশাল্লাহ।
আধুনিক ও বসবাস যোগ্য উন্নত ইউনিয়ন গড়ার প্রত্যয়ে ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জনগণ আমাকে মূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করবে।
এছাড়াও ঘোড়া প্রতীকে ভোট চেয়ে তাঁর কর্মী সমর্থকেরা সমানতালে ব্যাপক গণসংযোগ করে যাচ্ছেন।
এসময় বাজারে আসা বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঘোড়া প্রতীকের প্রার্থীকে দোয়া-আর্শীবাদ করেন।
এসময় শ্রমিক নেতা আবুল কাশেম বলেন, সৎ সাহসী, আস্থাশীল ও যোগ্য প্রার্থী রেজাউল করিম রিপন, আগামী ৩১ জানুয়ারী আমরা ঘোড়া প্রতীকে তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করবো।










