সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় দুই ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৬:২২:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
 - / ৩২২ বার পড়া হয়েছে
 

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সাথে অপর ট্রাকের সংঘর্ষে কাজল মিয়া (১৮) নামে এক হেলপার নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায়।
হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই জিয়া উর রহমান জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার মেহেরাবাড়ি এলাকায় বালিভর্তি একটি ট্রাক (নম্বর-ঢাকা মেট্রো-ট-১৫-৯০৪২) দাঁড়িয়েছিলো। এ সময় ঢাকাগামী অপর একটি বালিভর্তি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৭৯৩৮) পিছনদিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ঢাকাগামী ট্রাকের হেলপার ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুসল্লি গ্রামের আনোয়ার হাসেনের ছেলে কাজল মিয়া ঘটনাস্থলেই মারা যান। নিহতের লাশটি উদ্ধার করে ফাঁড়িতে রাখা হয়েছে। ট্রাক দু’টি জব্দ করা গেলেও চালক পালিয়ে গেছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









