সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                হিলিতে ফেনসিডিলসহ এক যুবক আটক
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ১২:২৮:৫০ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
 - / ৩৬০ বার পড়া হয়েছে
 

মুসা মিয়া,হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের হিলিতে ভারত থেকে পাচারকালে ১৩১ বোতল ফেনসিডিলসহ তারেক হোসেন (২৪) নামে এক যুবককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে সীমান্তবর্তী দক্ষিন বাসুদেরবপুর (জিলাপিপট্টি) এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত তারেক পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার গোপালপুর গ্রামের সুলতান হোসেনের ছেলে।
হাকিমপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল বাশার শামীম জানান, আটক তারেক শরীরে ফিটিং কাপড়ের তৈরী কটির মধ্যে বিশেষ কায়দায় ভারত থেকে ফেনসিডিল পাচাকালে তাকে আটক করা হয়। এবং শনিবার মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর আদালতে পাঠানো হয়।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









