ইউপি চেয়ারম্যানের চুরি হওয়া লাইসেন্সকৃত শর্টগান ৩১ রাউন্ড গুলিসহ উদ্ধার

- আপলোড সময়: ০৩:৩৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ নভেম্বর ২০২১
- / ২৯৯ বার পড়া হয়েছে

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মোঃ ফিরোজ কবিরের নেতৃত্বে অফিসার ইনচার্জ মোঃ আসাদুজ্জামান ও পুলিশ পরিদর্শক তদন্ত মোঃ হাদিউল ইসলাম এসআই সৌরভ কুমার চন্দ্র,এসআই নুরুন্নবী এএসআই আবু হাসান সহ অন্যান্য অফিসার ফোর্সের সসমন্বয়ে গঠিত টিমের ২৪ ঘন্টার বিরতিহীন অভিযান পরিচালনা করে জেলার ঈশ্বরদী থানার জগন্নাথপুর গ্রামের মৃত রফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে মোঃ স্বপন বিশ্বাস (৪৫) নামের আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন। উল্লেখ গত বুধবার ১৭ নভেম্বর দাশুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান বকুল সরদারের বাড়ি থেকে চুরি হওয়া লাইসেন্সকৃত শটগান এবং ৩১ রাউন্ড গুলি আজ বৃহস্পতিবার সকালে ঈশ্বরদীর বাবুপাড়ার একটি বাগান থেকে উদ্ধার করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল মোঃ ফিরোজ কবির বলেন সহযোগী অন্যান্য আসামীদের গ্রেফতার এবং অন্যান্য মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন।