সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় প্রতিবন্ধী যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ১০:০৮:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১
 - / ৩৬৯ বার পড়া হয়েছে
 

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় প্রতিবন্ধী যুবক মোকারম হোসেন (২৫)’র লাশ উদ্ধার করা হয়েছে। তিনি ভরাডোবা গ্রামের আতিকুল ইসলামের ছেলে।
জানা যায়, উপজেলার ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা গ্রামের আতিকুল ইসলামের মানসিক প্রতিবন্ধী ছেলে মোকারম হোসেন সোমবার বাড়ী থেকে বের হয়ে যায় আর ফিরে আসেনি রাতে খোঁজাখুঁজি করে তাকে পাওয়া না গেলে মঙ্গলবার (১২ অক্টোবর) সকাল ৮টায় একটি পরিত্যক্ত বাড়িতে ঝুলন্ত অবস্থায় ওই যুবককে দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে ভালুকা মডেল থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
ভালুকা মডেল থানা তদন্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









