মঠবাড়িয়ায় নারীর ক্ষমতায়ন বিষয়ক আলোচনা

- আপলোড সময়: ১১:৫৬:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
- / ২৯৮ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা হয়েছে। বেসরকারি সংস্থা রূপান্তর মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করেন। সভায় প্রভাষক ইকতিয়ার হোসেন পান্না এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আ‘লীগ সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক প্রশান্ত হালদার খোকন, সাবেক যুবলীগ সভাপতি শাকিল আহম্মেদ নওরোজ, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাকসুদা আক্তার বেবী, সাংবাদিক আব্দুস সালাম আজাদী, রূপান্তর পিরোজপুর জেলা সমন্বয়কারি উজ্জল কুমার দত্ত, মঠবাড়িয়া কর্মকর্তা কোহিনুর বেগম, অপরাজিতা নারীনেত্রী বীণা রানী দত্ত, অপরাজিতা ফাহমিদা মুন্নী, মাহমুদা আক্তার, তাজেনুর বেগম, রুবী সুলতানা, শারমীন আক্তার প্রমূখ। বক্তারা নারীদেরকে রাজনৈতিক ভাবে কোঠা অনুযায়ী অন্তর্ভুক্ত করা ও সর্ব ক্ষেত্রে নারীদেরকে এগিয়ে আসার আহবান জানান।