ভালুকায় শিক্ষার মান উন্নয়নে মতবিনিময় সভা

- আপলোড সময়: ১২:২২:০৫ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১
- / ৪৮১ বার পড়া হয়েছে

মোঃ আক্কাছ আলী,ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকায় শিক্ষার গুনগত মান উন্নয়নের লক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরী পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান, পরিচালনা কমিটি ও গর্ভণিং বডির সভাপতিদের সাথে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে (২৬সেপ্টেম্বর) দুপুরে ভালুকা উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনু। উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম, পৌর মেয়র ডাঃ একেএম মেজবাহ উদ্দীন কাইয়ুম, ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট শওকত আলী, আসপাডা পরিবেশ উন্নয় ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক লায়ন আব্দুর রশিদ, ভালুকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুজ্জামান তুহিন, বিরুনীয়া মহিলা কলেজের অধ্যক্ষ হোসনে আরা, উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নজরুল ইসলাম, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা বৃন্দ। এসময় বক্তারা মান সম্মত শিক্ষার উন্নয়নে দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন।