সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                চাটমোহরে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০২:০৮:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১
 - / ৩৮২ বার পড়া হয়েছে
 

শাহজাহান সরকার,পাবনা প্রতিনিধিঃ পাবনার চাটমোহর থানাধীন হান্ডিয়াল নিমাইচড়া গ্রামের পাকা রাস্তা (ভাঙ্গা ব্রিজ) সংলগ্ন ৫০০ গজ দক্ষিণে বড় বটগাছ এর সামনে রাত্রিকালীন পেট্রোল ডিউটি করাকালে শুক্রবার ৩ সেপ্টেমবর ভোর ৪.৩০ ঘটিকার দিকে সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার বারুহাস গ্রামের মৃত হায়দার আলীর ছেলে মোহাম্মদ রাজন খান (৩৬) ও মৃত ওমর আলীর ছেলে মুহাম্মদ হেমায়েত আলী ওরফে আনোয়ার (৩৬) কে আটক করেন। তারা একটি মোটরসাইকেল যোগে বাঘাবাড়ি যাওয়ার পথে চাটমোহর থানার এসআই (নিরস্ত্র) শাহিন আলী সঙ্গীয় ফোর্স সহ ১কেজি ৫০০গ্রাম গাজা সহ আটক করেন। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









