আমিনপুরে হেরোইনসহ হত্যা মামলার আসামি গ্রেফতার
																
								
							
                                - আপলোড সময়: ০১:২৯:১০ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১
 - / ৬৩৭ বার পড়া হয়েছে
 

শাহজাহান সরকার,বিশেষ প্রতিনিধিঃ পাবনা জেলার আমিনপুর থানার আহম্মদ পুর ইউনিয়নের বিরাহিমপুর বাজারপাড়া থেকে এক হত্যা মামলার আসামিকে ৫.৪০ গ্রাম হেরোইনসহ মঙ্গলবার ৩১ আগস্ট গ্রেফতার করেছেন আমিনপুর থানা পুলিশ।আমিন পুর থানার ওসি মোঃ রওশন আলমের নির্দেশে এসআই ব্রজ্রেশ্বর এর নেতৃত্বে সঙ্গীও পুলিশসহ গোপন সংবাদের ভিত্তিতে বেশ কয়েকটি মামলার আসামি মোঃ আমিরুল ইসলাম শেখ (৩৫) কে গ্রেফতান করেন। সে আমিনপুর থানার বিরাহিমপুর বাজার পাড়ার মোহাম্মদ আলেক শেখের ছেলে। তাহার বিরুদ্ধে নিয়মিত মামলা করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। উল্লেখ্য আসামির বিরুদ্ধে একটি হত্যা মামলা, একটি অপহরণ মামলা, চারটি মাদকদ্রব্য মামলা ও তিনটি অন্যান্য মামলাসহ সর্বোমোট নয়টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সে আহম্মদপুর ইউনিয়নের ১৮ নং তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বলে জানান এসআই ব্রজেশ্বর বর্মণ।










