সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
বৃষ্টির জন্য ভালুকায় ইস্তিসকার নামাজ আদায় ভালুকায় কলেজ পড়ুয়া ছেলের হাতে শিক্ষক বাবা খুন ভালুকায় ড্রাইভার ও পথচারীদের মাঝে খাবার স্যালাইন বিতরণ ভালুকায় ইউপি চেয়ারম্যানের বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা ভালুকায় টাকার বিনিময়ে ইউনিয়ন তাঁতী লীগের কমিটি দেওয়ার অভিযোগ ভালুকায় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি প্রার্থী সাদিকের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত ভালুকায় ল্যান্ডমার্ক সিটি পার্টি সেন্টার উদ্বোধন জেলায় শ্রেষ্ঠ ওসি ভালুকা মডেল থানার ওসি”শাহ্ কামাল আকন্দ” ভালুকা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে ৯ ভাইস চেঃ পদে ১২ প্রার্থী মাঠে ভালুকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশের তৎপরতায় অপরাধজনক কোন ঘটনা ঘটেনি

বাড়ির উপর দিয়ে ৩৩কেবি বিদ্যুৎ লাইন স্থাপনের চেষ্টা প্রতিকার পেতে এলকাবাসির থানায় অভিযোগ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ আগস্ট, ২০২১, ৯.০৪ এএম
  • ৩১১ বার পাঠিত

ভালুকা প্রতিনিধিঃ-ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের কাশর এলাকায় কয়েকটি বাড়ির উপর দিয়ে ৩৩ কেবি বিদ্যুৎ লাইন স্থাপন করছে রটেক্স ফ্যাক্টরি লিঃ নামক একটি কোম্পানি। কিন্তু স্থানীয় লোকজন তাদের নিরাপত্তার সার্থে ৩৩ কেবি বিদ্যুতের তারে কভার লাগাতে বললেও কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহাম্মেদ তাসফিক কভার না লাগিয়ে তার ইচ্ছেমত লাইন টানছে বলে স্থানীয়দের অভিযোগ। এদিকে এমন ঘটনা থেকে পরিত্রান পেতে স্থানীয়রা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ কারীদের একজন রিপন সরকার বলেন, কাশর ভূইয়া পেপার মিল থেকে ৩৩ কেবি বিদ্যুতের লাইন নেয়ার কাজ করছে রটেক্স ফ্যাক্টরি লিঃ, এমতাবস্থায় আমার বাড়ি সহ বেশ কয়েকটি বাড়ির চালের উপর দিয়ে তার টেনে নেয়ায় আমরা ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক রেদুয়ান আহম্মেদ তাসফিকের কাছে তারে কভার লাগিয়ে লাইন টানার জন্য অনুরোধ করি। কিন্তু তিনি উল্টো আমাদেরকে মিথ্যা মামলা দেয়া সহ খুন জখমের হুমকি দিয়েছেন। বিদ্যুতের লাইন থেকে নিজেদের নিরাপদ রাখতে আমরা ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। তিনি আরও বলেন কিছুদিন পরেই আমি আমার বাড়ি উপর দিকে বাড়াবো তখন এই লাইন কে সরাবে? তখন তো আমার টাকা দিয়ে এই লাইন সরাতে হবে। তাই এখনি যথাযথ ব্যবস্থা গ্রহন করার জন্য আইনের আশ্রয় নিয়েছে। অভিযোগের প্রেক্ষিতে সাব-ইন্সপেক্টর মতিউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এবং ফ্যাক্টরির প্রতিনিধিকে কভার লাগিয়ে লাইন টানার জন্য নির্দেশ দেন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs