মঠবাড়িয়ায় ননদ ভাবীকে অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ

- আপলোড সময়: ১২:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ৩৯২ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় চেতনা নাশক ওষুধ খাইয়ে ননদ ভাবীকে অচেতন করে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে ওই দুই নারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় উপজেলার বকসির ঘটিচোরা গ্রামের ভুক্তভোগীর ভাই দ্বিপক চন্দ্র শীল বাদি হয়ে রোববার রাতে স্থানীয় থানায় লিখিত অভিযোগ করেছেন। ভুক্তভোগী ওই দুই নারী জানান, পূর্ব পরিচিত প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন খাঁ (৪০) নিয়মিত আমাদের বাড়িতে আসা যাওয়া করতো। গত শনিবার আমরা শিশু সন্তান নিয়ে বাড়িতে ছিলাম। ওই দিন বাড়িতে কোন পুরুষ লোক ছিলনা। এই সুযোগে প্রতিবেশী জাহাঙ্গীর হোসেন আমাদের বাড়িতে এসে এলার্জি ও শ্বাস কষ্টের ওষুধের কথা বলে পানির সাথে চেতনা নাশক ওষুধ খাওয়ায়। খাওয়ার কিছুক্ষন পর আমরা অচেতন হয়ে পরি। এদিকে এক নারীর ভাই বাড়িতে ফোন দিয়ে কোন খোঁজ খবর না পেয়ে বিষয়টি প্রতিবেশী ঝন্টু চন্দ্র বিশ্বাসকে জানান। পরে প্রতিবেশী ঝন্টু বিশ্বাস আরও লোকজন নিয়ে বাড়িতে এসে দেখেন ননদ ভাবী অচেতন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। পরে তাদের উদ্ধার করে রাত সাড়ে এগারটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নূরুল ইসলাম বাদল জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।