ভালুকায় শ্বশুরবাড়ি থেকে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার
- আপলোড সময়: ১২:৪৯:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ৬৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় নিজ শ্বশুরবাড়ি থেকে জালাল উদ্দিন (৪৫) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। জানাযায় শনিবার সকালে উপজেলার মেহেরাবাড়ি নামক স্থানে। নিহত জালাল উদ্দিন উপজেলার রাংচাপড়া গ্রামের মকবুল হোসেনের ছেলে। নিহত জালাল উদ্দিন শ্বশুরবাড়িতে থেকে হোটেল ব্যবসা করতো। ভালুকা মডেল থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ হারুন অর রশিদ জানান, ঘটনার আগের দিন স্ত্রী ও সন্তানদের সাথে পারিবারিক কলহ হয়েছিলো। সেই অভিমান থেকে আত্মহত্যা করতে পারে। তবে লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে বুঝা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। নিহতের বড় ভাই মজিবুর রহমান বলেন, ‘আমার ভাইকে খুন করা হয়েছে। আমার ভাইকে এর আগেও একাধিকবার মারপিট করেছে তারা। আমি সঠিক বিচার চাই। ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা (৫৭/২১-৮-২০২১ ইং) রুজু হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।










