৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মঠবাড়িয়ায় ১৪ বছরের কিশোর গ্রেফতার

- আপলোড সময়: ০৯:১৪:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১
- / ৩৯৫ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে ৫ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার শিশুটির নানা বাদি হয়ে অভিযুক্ত কিশোরকে আসামি করে মঠবাড়িয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলা সূত্রে জানা গেছে, শিশুটির মায়ের সাথে তার বাবার পারিবারিক বিরোধের কারণে মায়ের সাথে সে উপজেলার ভেচকি গ্রামের নানা বাড়িতে বসবাস করে। গত বৃহস্পতিবার (৫ আগস্ট) দুপুরে বাড়িতে বিদ্যুৎ না থাকায় বাড়ির পাশের একটি গোডাউনে মোবাইলে চার্জ দিয়ে শিশুটিকে সেখানে রেখে মা তার জন্য মুড়ি আনতে যান। এসময় অভিযুক্ত কিশোর গোডাউন ঘরে ঢুকে শিশুটিকে চকলেট দেয়ার প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনার দুইদিন পর শিশুটি অসুস্থ হয়ে পড়লে ধর্ষণের ঘটনাটি জানাজানি হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা থানার এসআই মোঃ নোমান জানান, অভিযুক্ত কিশোর প্রাথমিক ভাবে পুলিশের কাছে ঘটনার সত্যতা স্বীকার করেছে। মঠবাড়িয়া থানার ওসি মুহা. নুরুল ইসলাম বাদল জানান, শিশুটির ডাক্তারী পরীক্ষা রোববার বিকেলে জেলা সিভিল সার্জন কার্যালয়ে সম্পন্ন হয়েছে। অভিযুক্ত কিশোরকে গ্রেফতার করে সোমবার দুপুরে পিরোজপুর শিশু আদালতে পাঠানো হয়েছে।