মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত সর্দার ১০ মামলার পলাতক আসামী বেল্লাল গ্রেপ্তার

- আপলোড সময়: ১০:১২:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১
- / ৩৮৭ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় দুর্ধর্ষ ডাকাত একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার (৩০) গ্রেপ্তার হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া থানা পুলিশ উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত বেল্লাল সরদার ওই খায়ের ঘটিচোরা গ্রামের শহীদ সরদারের ছেলে। মঠবাড়িয়া থানা এস আই সজল জানান, পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘ দিন পালিয়ে থাকা দুর্ধর্ষ ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামী বেল্লাল সরদার নিজ বাড়িতে অবস্থান করছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, দুর্ধর্ষ ডাকাত বেল্লাল সরদার গ্রেপ্তার হওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহাঃ নূরুল ইসলাম বাদল গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত বেল্লাল সরদারের সাত দিনের রিমান্ড চেয়ে শনিবার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, বেল্লাল সরদারের বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ বিভিন্ন থানায় ১০ টি মামলা রয়েছে।