সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরণে এক শ্রমিকর নিহত
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০১:১৪:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১২ জুলাই ২০২১
 - / ৩৬০ বার পড়া হয়েছে
 

মুসা মিয়া,হিলি প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাটে বয়লার বিস্ফোরণ এলারুস হেমরম (৪৫) নামের এক চাতাল শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (১১ জুলাই) দুপুরে উপজেলার কানাগাড়ী বাজারের আঃ আজিজ মেম্বারের চাতালে এই বিষ্ফোরণের ঘটনা ঘটে। নিহত শ্রমিক এলারুস হেমরম বুলাকীপুর গ্রামের মৃত চুনু হেমরমের ছেলে।স্থানীরা জানান, এলারুস ধান সিদ্ধ করার জন্য বয়লারের চুলায় জ্বালানী হিসেবে ধানের তুষ দিচ্ছিলেন। দুপুর ১ টার দিকে বিকট শব্দ হয়। পরে পানি গরম করা বয়লারটি প্রায় ২০০ গজ দুরে একটি বাঁশঝাড়ে গিয়ে পড়ে যায়। বয়লারের পাশেই এলারুসের ছিন্নভিন্ন দেহ পড়ে থাকতে দেখেন।ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন বলেন, নিহত ব্যক্তির মাথা খুলিসহ শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্নভিন্ন হয়ে গিয়েছে। আমরা মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









