মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :

যশোরে কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আরও ২ জন করোনা আক্রান্ত।

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ জুন, ২০২১, ৫.৫১ এএম
  • ২৬৮ বার পাঠিত

ফারুক হাসান,বেনাপোল প্রতিনিধিঃ যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ভারত ফেরত আরও দু’জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার যশোরের  সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার  রেহনেওয়াজ রনি বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জনের কার্যালয় থেকে জানানো হয়, যশোরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা অবস্থায় তারা করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের একজনের বয়স ২০ বছর এবং অপরজনের বয়স ৪৫। এ দু’জনতে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার রেহনেওয়াজ রনি  জানান, গত ১৫ মে বেনাপোল স্থলবন্দর দিয়ে তারা দেশে ফেরেন। পরে তাদের যশোরের ঝিকরগাছা উপজেলার গাজীর দরগাহ মাদ্রাসায় ১৪ দিনের কোয়ারেন্টিনে রাখা হয়। গতকাল ওই দুই ব্যক্তিসহ প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ৪৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। পরে রবিবার পাওয়া পিসিআর টেস্টের ফলাফলে তাদের করোনা পজিটিভ রেজাল্ট আসে। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে, গত ২৬ এপ্রিল থেকে গত রোববার পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা ১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ভারতীয় ভ্যারিয়েন্টে আক্রান্ত পাঁচ জন।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs