সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় বনের জমি উদ্ধার
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ০৬:১২:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ৬৮১ বার পড়া হয়েছে

ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা রেঞ্জের কাদিগড় বিটের কাদিগড় মৌজার তালাব গ্রামে ১৭ নং দাগের বন বিজ্ঞপ্তিত জমিতে (০৪মে) মঙ্গলবার সকালে অবৈধ দখলদারের টিনের ঘর ভেঙ্গে গুড়িয়ে বনভূমি উদ্ধার করেছে স্থানীয় বন বিভাগ। কাদিগড় বিট অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হবিরবাড়ী বিট ও কাদিগড় বিটের সকল ষ্টাফ অভিযানে অংশ গ্রহণ করেন। কাদিগড় বিট অফিসার মোস্তাফিজুর রহমান বলেন আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে।
 কাদিগড় বিট অফিসার মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে হবিরবাড়ী বিট ও কাদিগড় বিটের সকল ষ্টাফ অভিযানে অংশ গ্রহণ করেন। কাদিগড় বিট অফিসার মোস্তাফিজুর রহমান বলেন আমাদের এ উচ্ছেদ অভিযান অব্যহত থাকবে। যারাই বনভূমি জবরদখলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
যারাই বনভূমি জবরদখলের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









