সংবাদ শিরোনাম :  
                                    
                            
                                ভালুকায় প্রাইভেটকার চাপায় রাখাল নিহত
 
																
								
							
                                
                              							  দৈনিক মুক্তকণ্ঠ									
								
                                
                                - আপলোড সময়: ১২:১৮:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ মার্চ ২০২১
- / ৪৯৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত প্রাইভেটকার চাপায় মো. শাহাদাৎ হোসেন (২৪) নামে এক রাখাল শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ মার্চ) দুপুর ১টা ৩০মিনিটের দিকে উপজেলার ভালুকা ইউনিয়নের মেহেরাবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লাবিব গ্রুপের সুলতানা সোয়েটারের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার গোলাবাড়ি গ্রামের শামীম হোসেনের ছেলে। ভালুকা হাইওয়ে পুলিশের ইনচার্জ মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শাহাদাৎ মেহেরাবাড়ি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের লাবিব গ্রুপের সুলতানা সোয়েটারের সামনে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি অজ্ঞাত একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহত শাহাদাৎ লাবিব গ্রুপের গরুর খামারে রাখাল হিসেবে কর্মরত ছিলেন। নিহতের লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
                                 ট্যাগস : 
                                                            
                   
                        
                            









