সোমবার, ০৬ মে ২০২৪, ০২:৫৪ পূর্বাহ্ন

ত্রিশাল পৌরসভা নির্বাচনে শেষ দিনের প্রচারনায় নৌকা প্রতীকের অফিস ও প্রচার যানে হামলা

  • আপডেট টাইম : শুক্রবার, ১২ ফেব্রুয়ারী, ২০২১, ১০.০৪ এএম
  • ৩০৮ বার পাঠিত

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশালে পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তের প্রচারনায় বৃহস্পতিবার রাতে পৌরসভা নির্বাচনের নৌকা প্রতীকের অফিস ও প্রচার যানে দুর্বৃত্তরা হামলা চালিয়ে ভাংচুর করেছে। জানাগেছে পৌরশহরের ২ নং ওয়ার্ডে মধ্যরাতে নৌকা প্রতীকের অফিসে হামলা চালিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবিসহ চেয়ার টেবিল ভাংচুর করেছে দুর্বৃত্তরা। এ ছাড়াও বৃহস্পতিবার সন্ধারপর পৌরসভার ৬নং ওয়ার্ড চিকনা মনোহর গ্রামের কসাইবাড়ী মোড় এলাকায় নৌকার প্রচার যানে হামলা চালিয়ে ১টি মাইক ভাংচুর করেছে। এসময় হামলার শিকার হয়েছে প্রচার যানচলক। এ হামলায় ঘটনায় দোষীদের দ্রæত সময়ের মধ্যে গ্রেফতার করে বিচার দাবী করেছেন আওয়ামীলীগের দলীয় মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব নবী নেওয়াজ সরকার । ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাহমুদুল ইসলাম জানান, নৌকার প্রচার যানে হামলার ঘটনায় অভিযোগ জমা পরেছে। নির্বাচনের নৌকা প্রতীকের অফিসে হামলার ঘটনায় কোন অভিযোগ হয়রি,তবে এব্যাপারে আমি নিজে তদন্ত করেছি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।পৌরসভা নির্বাচনী তফসিল অনুযায়ী রবিবার আগামী ১৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রিশাল পৌরসভা নির্বাচন। এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৪টি ভোট কেন্দ্র রয়েছে। এ পৌরসভায় ভোটার সংখ্যা ২৬ হাজার ৮২২ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৩২৩০ জন ও ১৩৫৯২ জন মহিলা ভোটার রয়েছেন। নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করবেন আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী নবী নেওয়াজ সরকার, স্বতন্ত্র প্রার্থী বর্তমান মেয়র এবিএম আনিছুজ্জামান আনিছ, বিএনপির মনোনীত প্রার্থী রুবায়েত হোসেন শামীম মন্ডল, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী আবুল হাসান। প্রার্থীরা সকাল থেকে রাত অবধি ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। গতবার ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন পেয়েছিলেন উপজেলা যুবলীগের সভাপতি জাহিদুল ইসলাম সরকার জুয়েল। এবিএম আনিছুজ্জামান আনিছ দলীয় মনোনয়ন চেয়ে ব্যর্থ হয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবেই মাঠে অবস্থান করে জয় ছিনিয়ে দ্বিতীয়বারের মত মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার তিনি আর দলীয় মনোয়ন চাননি।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs