ত্রিশাল উপজেলা শ্রমিক লীগের সভাপতি ও সাধারন সম্পাদককে অব্যহতি

- আপলোড সময়: ০২:২৭:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১ ফেব্রুয়ারী ২০২১
- / ৪৭১ বার পড়া হয়েছে

মোহাম্মদ সেলিম,ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নবী নেওয়াজ সরকারের বিপক্ষে সতন্ত্র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহন করার অভিযোগে উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমনকে অব্যহতি দিয়েছে। জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক কে এম আযম খসরু স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে। রবিবার রাতে কেন্দ্রীয় কমিটির সভাপতি সাধারন সম্পাদক স্বাক্ষরিত এ প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিস্কারাদেশ প্রদান করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানাযায় ত্রিশাল উপজেলা শ্রমিকলীগের সভাপতি সুহেল মাহমুদ সুমন ও সাধারন সম্পাদক মাজহারুল ইসলাম সুমন আগামী ১৪ই ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য পৌরসভার নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিরুদ্ধে তথা নৌকার প্রতীকের বিপক্ষে প্রচার প্রচারণায় যুক্ত থাকায় বারবার মৌখিক সতর্ক করার পরও সংশোধন না হয়ে সতন্ত্র মেয়র প্রার্থী এবিএম আনিছুজ্জামানের পক্ষে প্রচার প্রচারনায় অংশগ্রহন করায় দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে উপজেলা কমিটি থেকে সাময়িক অব্যহতি প্রদান করা হয়েছে।