সংবাদ শিরোনাম :
ভালুকায় পৌর নির্বাচনে বিএনপি প্রার্থীর ভোট বর্জন
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১০:৫০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জানুয়ারী ২০২১
- / ৫০৫ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ আওয়ামী লীগের নেতাকর্মী ও সন্ত্রাসী বাহিনী কর্তৃক কেন্দ্র দখল, ব্যালট পেপার ছিনিয়ে নেয়া, এজেন্টদের মারধর করে বের করে দেয়ার অভিযোগে পৌরসভা নির্বাচন বর্জন করেছেন ময়মনসিংহের ভালুকা পৌরসভার বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান।শনিবার (৩০ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে ভালুকা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচন বর্জন করেন তিনি। এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপির মেয়র প্রার্থী আলহাজ্ব হাতেম খান বলেন, ভোটকেন্দ্রগুলোর ভেতর-বাইরে সকাল থেকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ ক্যাডাররা অবস্থান নেন। পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে এখন পর্যন্ত ৭টি ওয়ার্ডে আওয়ামী লীগের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে নিয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ট্যাগস :










