ভালুকায় প্রতিপক্ষের হামলায় আহত সাইজদ্দীনকে ঢাকা মেডিকেলে স্থানান্তর
- আপলোড সময়: ১১:৫৪:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / ৪৭৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টারঃ প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ভালুকা উপজেলার দক্ষিন হবিরবাড়ী গ্রামের সাইজদ্দীন খন্দকার (৫০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানাযায় ভালুকার জামিরদিয়া চৌরাপাড়া বাসার মিল সংলগ্ন সাইজদ্দীন খন্দকারের ভগ্নিপতি শহীদ গাজীর সাথে একই এলকার আঃ জলিল গংদের বিরোধ চলে আসছিলো। গত ১৫ জানুয়ারী শুক্রবার দুপুরে সাইজদ্দীন ঘটনাস্থলে উপস্থিত হলে কথা কাটাকাটির এক পর্যায়ে আঃ জলিলের লোকজন সাইজদ্দীনের উপর হামলা চালিয়ে তার মাথায় ও শরীরে গুরুতর রক্তাক্ত জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করলে পরে তাকে ময়মনসিংহ মেডিকেলে প্রেরণ করা হয়। মাথায় আঘাত জনিত কারনে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল হতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পর ২০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এ ব্যাপারে সাইজদ্দীন খন্দকারের ছেলে রিয়াজ খন্দকার বাদী হয়ে ভালুকা মডেল থানায় ১৬ জানুয়ারী রাতে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।










