রবিবার, ০৫ মে ২০২৪, ০৭:৪৯ অপরাহ্ন

আক্কেলপুরে পুকুর খননের সময় মূর্তি উদ্ধার

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১, ৩.০৪ পিএম
  • ২৩৩ বার পাঠিত

নিরেন দাস,আক্কেলপুর,(জয়পুরহাট)প্রতিনিধিঃ জয়পুরহাটের আক্কেলপুরে পুকুর খননের সময় প্রায় ১২ কেজি ওজনের একটি অর্ধ বৃত্তাকার কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে উপজেলার গোপীনাথপুর ইউপির বারইল নয়াপাড়া গ্রামে পুকুর খননের সময় আচমকা মাটি কাটা শ্রমিক মুকুলের কোদালের চাপে মাটির চাপসহ মূর্তিটি উঠে আসে। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে সেটি নিয়ে হইচই পড়ে যায় স্থানীয়দের মধ্যে। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু সাঈদ জোয়ারদার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুর্লভ মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসেন। পড়ে মূর্তিটি জেলা প্রশাসকের কার্যালয়ের ট্রেজারি অফিসে জমা দেন। মূর্তিটি দেশের অতি প্রাচীন নিদর্শন ও মহামূল্যবান। দুর্লভ এই মূর্তিটি কালো পাথরের বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম হাবিবুল হাসান জানান, একটি পুরাতন পুকুর খননের সময় একটি মূর্তি পাওয়া গেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় চেয়ারম্যান এবং গ্রাম পুলিশের সহযোগীতায় একটি কালো পাথরের অর্ধেক ভাঙ্গা মূর্তি উদ্ধার করে নিরাপদ হেফাজতে নেওয়া হয়েছে।

দয়াকরে নিউজটি শেয়ার করুন

আরো পড়ুন.....

greenaronno.com

themes052459
© All rights reserved © 2018 মুক্তকণ্ঠ
Theme Download From Bangla Webs