মঠবাড়িয়ায় যুবতীকে ধর্ষণে সন্তান প্রসবঃ ধর্ষক গ্রেপ্তার
- আপলোড সময়: ০৪:৩৯:৩৪ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১
- / ৪৭০ বার পড়া হয়েছে

শাকিল আহমেদ,মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় এক যুবতীকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে রাসেল গাজী (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ। রাসেল গাজী উপজেলার ঘোষের টিকিকাটা গ্রামের করিম গাজীর ছেলে। এর আগে ওই মামলায় রুবেল ও আসাদুল নামে দুই যুবককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গত বছরের ২৬ এপ্রিল সাত মাসের অন্তঃসত্ত্বা ওই যুবতী (১৯) রুবেল ও আসাদুলসহ ৩ জনের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মঠবাড়িয়া থানায় মামলা করে। এদিকে ওই যুবতী সন্তান প্রসব করলে আদালতের নির্দেশে সিআইডি পুলিশ নবজাতক কন্যা সন্তান, ভিকটিম ও আসামীদ্বয়ের নমুনা পরীক্ষা করলে মিল খুঁজে পায়নি। পরবর্তিতে জিজ্ঞাসাবাদে ওই যুবতী চাচাতো ভগিśপতি রাসেল গাজীরও নাম বলে। যে কারনে গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে উপজেলা ঘোষের টিকিকাটা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মাসুদুজ্জামান মিলু বলেন, গ্রেপ্তারকৃত রাসেল গাজীকে সোমবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।










