ভালুকায় নানার বাড়িতে এসে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

- আপলোড সময়: ১২:২০:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
- / ৬৬ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আবিদ হাসান (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার বাশিল গ্রামে আলমগীর হোসেনের অরক্ষিত পুকুরে এ ঘটনা ঘটে। আবিদ হাসান ওই গ্রামের হান্নান মিয়ার নাতি।
স্থানীয় সূত্রে জানা যায়, (০২ সেপ্টেম্বর) মঙ্গলবার দুপুরে আবিদ তার খালাতো বোনের সঙ্গে বাড়ির পাশে আলমগীর হোসেনের অরক্ষিত পুকুর পাড়ে খেলতে যায়। খেলার এক পর্যায়ে অসাবধানতাবশত সে পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়। তাৎক্ষণিকভাবে খালাতো বোন বাড়িতে গিয়ে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা ¯’ানীয়দের সহযোগিতায় উদ্ধার চেষ্টা চালান। পরে ব্যর্থ হয়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দলের ইউনিট লিডার তরুন অর রশীদ জানান, খবর পেয়ে ডুবুরি দল দ্রুত ঘটনা¯’লে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করেন।
আবিদ হাসান হাসান শুক্রবারে গফরগাঁও উপজেলার পুকুরিয়া বাবার বাড়ী থেকে তার নানার বাড়ী বাশিল গ্রামে বেড়াতে আসে। এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।