ভালুকায় বনবিভাগের রোপিত আকাশমনি বাগান থেকে গাছকাটার সময় আটক-১

- আপলোড সময়: ০২:৫২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
- / ২৬৮ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:- ময়মনসিংহ বনবিভাগের ভালুকা রেঞ্জের হবিরবাড়ী বিটের অধীন হবিরবাড়ী মৌজার সি.এস. ০৯ দাগের বনবিভাগের সৃজিত বাগান থেকে চুরি করে গাছ কাটার সময় গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কর্তিত গাছসহ জাকির হোসেন (৪৫) কে আটক করে।
বনবিভাগ সূত্রে জানা যায়, (১৩ জুন) শুক্রবার বিকাল আনুমানিক ৫.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে আকাশমনি গাছ কাটার সময় জাকিরকে হাতেনাতে আটক করা হয়।
হবিরবাড়ী বিটের বিট অফিসার আনোয়ার হোসেন খান বলেন, ‘হবিরবাড়ী মৌজার সি.এস. ০৯ দাগের ২০ ধারায় ঘোষিত সংরক্ষিত বনভূমির ২০১৬-১৭ সনের সৃজিত বাগান থেকে গাছ কাটার সময় কুখ্যাত বনদস্যু জাকিরকে হাতেনাতে আটক করা হয়েছে। বর্তমানে কোর্ট-হাজতে প্রেরণের প্রক্রিয়া চলমান। বন-আইন, ১৯২৭ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
অভিযুক্ত জাকির হোসেন ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের সিডষ্টোর উত্তর বাজার এলাকার মোঃ মফিজুল হকের ছেলে।