সংবাদ শিরোনাম :
মোহনগঞ্জে বজ্রপাতে দশম শ্রেণির শিক্ষার্থী সহ নিহত ২

দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ১১:১৬:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫
- / ২২০ বার পড়া হয়েছে

আরমান আহম্মেদ মিল্টন, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি:- মোহনগঞ্জে বজ্রপাতে দশম শ্রেণির শিক্ষার্থী সহ দুইজন নিহত হয়েছেন।তারা উপজেলার মাঘান শিয়াধার ইউনিয়নের পেরিরচর গ্রামের লেদু মিয়ার ছেলে কৃষক পাপ্পু (২৮) ও খুরশিমূল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী মজিবুর মিয়ার ছেলে তানজিম (১৫)
শনিবার তাদের লাশ পেরি বিলে ডুবার পার থেকে উদ্ধার করেছে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল সংগ্রহ করেছে এ তথ্য নিশ্চিত করেছেন ওসি মো : আমিনুল ইসলাম।
পরিবার ও পুলিশ সূত্রে জানাগেছে, শুক্রবার বিকালে পাপ্পু ও তানজিম দুজনে মিলে মাছ ধরতে পেরি বিলে যান। এর কিছুক্ষণ এর মধ্যে হাওরে প্রচন্ড বজ্রপাতের শব্দ শুনতে পান এলাকাবাসী।
পাপ্পু ও তানজিম প্রতিদিন মাছ ধরে রাতে বাড়ি ফেরেন। কিন্তু ঐদিন রাতে বাড়ি না আসায় পাপ্পুর স্ত্রী শনিবার ভোর ৬ টায় তাকে খুঁজতে বের হন কোথাও খুঁজে না পেয়ে বিলের কাছে গিয়ে তাদের নৌকা দেখে ঘটনাস্থলে গিয়ে পাপ্পু ও তানজিমের লাশ দেখতে পান।
পরে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে দুটি লাশ বাড়িতে নিয়ে আসেন। মোহনগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় দুইজন নিহতের খবরে পুলিশ ঘটনাস্থলে রয়েছে, ঘটনা তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।
ট্যাগস :