ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থানে ত্রিশালের রোদেলা

- আপলোড সময়: ১০:৩৬:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৫
- / ২৯৮ বার পড়া হয়েছে

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি:- জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার দরিরামপুর খাবলাপাড়া গ্রামের নিশাত তাসনিম রোদেলা।
জানাযায়, ইসলামিক ফাউন্ডেশন ত্রিশালের আয়োজনে অনুষ্ঠিত জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় উপজেলা প্রথমে অংশগ্রহণ করে রোদেলা। সেখানে প্রথম স্থান অর্জন করার পর পর্যায়ক্রমে জেলা ও বিভাগেও প্রথম হয়ে অংশ গ্রহণ করে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায়।
বৃহস্পতিবার ঢাকার আগারগাঁও শেরেবাংলা নগরে ইসলামি ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা। সেখানে অংশ গ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন করে নিশাত তাসনিম রোদেলা।
তাঁর এ অর্জনের জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে আগত সময়ে আরও ভাল কিছু করতে পারে সেজন্য সকলের কাছে দোয়া কামনা করেন নিশাত তাসনিম রোদেলা।
জাতীয় শিশু-কিশোর ও ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে সারাদেশে দ্বিতীয় স্থান অর্জন নিশাত তাসনিম রোদেলা ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সমকাল প্রতিনিধি মতিউর রহমান সেলিমের কন্যা।
আবেগ-আপ্লুত হয়ে সাংবাদিক মতিউর রহমান সেলিম বলেন, আল্লাহ তায়ালা আমাকে অনেক বড় একটি নেয়ামত দান করেছেন। আমি স্বপ্ন দেখেছি অনেক তবে তা বাস্তবে রূপ নিবে তা ভাবিনি। আল্লাহর কাছে অনেক শুকরিয়া। সকলের কাছে মেয়ের আগত সময়ের জন্য দোয়া