জাতির প্রয়োজনে শহীদ জিয়ার আবির্ভাব ছিল ধুমকেতুর মতো
- আপলোড সময়: ০৪:০৩:০৬ পূর্বাহ্ন, রবিবার, ২ নভেম্বর ২০২৫
- / ১০০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- শহীদ জিয়ার আবির্ভাব অনেকটা ধুমকেতুর মতোই। জাতির প্রতিটি ক্রান্তিকালে তিনি ধুমকেতুর মতোই আবির্ভাব হতেন। মহান স্বাধিনতা যুদ্ধে জাতি যখন দিশেহারা ছিল। ২৫মার্চের কালরাতে পাক হানাদার বাহিনীর বর্বোরচিত নারকীয় হতাকান্ডের পরও জাতি যখন নেতৃত্ব শুন্য ঠিক সেই মুহুর্তে কালুরঘাট বেতারকেন্দ্র দিয়ে মেজর জিয়ার আবির্ভাব। স্বাধিনতার ঘোষনা দিয়ে দেশবাসীকে মুক্তিযোদ্ধের দিকে ধাবিত করে দেশকে পাকহানাদার মুক্ত করেছিলেন। পরবর্তীতে ‘৭৫ এর পট পরিবর্তনের পর আবারো যখন জাতি কিংকর্তব্যবিমুঢ় ঠিক সেই সময়ে রনাঙ্গনের মহানায়ক সেই জিয়ার আবির্ভাব। সিপাহী জনতা জিয়াকে বন্দি দশা থেকে মুক্ত করে দেশের মানুষকে পুনরায় সংগঠিত করার দায়িত্ব দেন। শনিবার সন্ধায় ময়মনসিংহ টাউন হল মোড়ে এক সংগঠনের কার্যালয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার প্রস্তুতি সভায় উপস্থিত নেতৃবন্দ এসব কথা বলেন। জাতীয়তাবাধী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার আহবায়ক শরীফ মাহফুজুল হক আপেলের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম মিথুনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন যুগ্ম আহবায়ক এড.আজিজুল হাই সোহাগ, জোটের সম্মানিত সদস্য জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, যুগ্ম আহ্বায়ক মীর নুরুল আমিন,যুগ্ম আহ্বায়ক এড.ওয়ালীউল্লাহ আকন্দ রিপন, যুগ্ম আহ্বায়ক সজিব হাসান সানি, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান সরকারসহ জেলা জাতীয়তবাদী সাংস্কৃতিক জোটের বিভিন্ন নেতৃবৃন্দ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপনের লক্ষ্যে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বক্তাগন বলেন, বিগত ১৭বছর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসকে রাষ্ট্রীয় ভাবে মিথ্যাচার করে জাতিকে বিভ্রান্ত করা হয়েছে। ফ্যাসিষ্ট সরকার বিদায়ের মাধ্যমে সময় এসেছে নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর।









