সংবাদ শিরোনাম :
ভালুকায় বিউটি পার্লারের মালিককে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ
দৈনিক মুক্তকণ্ঠ
- আপলোড সময়: ০৪:১৩:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
- / ২৫ বার পড়া হয়েছে

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের মাষ্টার বাড়ী এলাকায় খাদিজা প্যালেসে মৌ বিউটি পার্লারের মালিক মোছাঃ ছাবিনা ইয়াছমিন এবং মনীষা বিউটি পার্লারের মালিক মোছাঃ মনিসা আক্তারের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে হামলার অভিযোগ করেছেন রমনী বিউটি পার্লারের মালিক এমেলি আক্তার রমনী।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টারবাড়ী এলাকার খাদিজা প্যালেসে দীর্ঘদিন যাবৎ রমনী বিউটি পার্লারের ব্যবসা করছেন এমেলি আক্তার (রমনী)। ঘটনার দিন পূর্ব শত্রুতার জের ধরে গত বৃহস্পতিবার সন্ধ্যায় তার পাশেই অবস্থিত মৌ বিউটি পার্লারের মালিক মোছাঃ ছাবিনা ইয়াছমিন (৪০) এবং মনীষা বিউটি পার্লারের মালিক মোছাঃ মনিসা আক্তার (৩২) তাদের দোকানের ৩/৪ জন কর্মচারিকে সাথে নিয়ে রমনীর কর্মচারিদের উপর হামলা করে। এ সময় এমেলি আক্তার (রমনী) তাদের প্রতিহত করতে গেলে রমনীর উপর আক্রমণ করে তার শরীরের নানা স্থানে আঘাত করে। ছাবিনার লাঠির আঘাতে রমনীর বাম হাত ভেঙ্গে গেলে মার্কেটের মালিক খাদিজা আক্তার অন্য এক দোকানের কর্মচারির মাধ্যমে রমনীকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনার সত্যতা স্বীকার করেন মার্কেট মালিকের স্ত্রী খাদিজা আক্তার জানান, আমি ও আমার স্বামী বিউটি পার্লারের সবাইকে নিয়ে বসে সমাধানের কথা বলার পরও সাবিনা আমার আমার কথা না শুনে মিথ্যে নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
রমনি বিউটি পার্লারের মালিক এমেলি আক্তার রমনী জানান, ঘটনার সময় যদি মার্কেট মালিক উপস্থিত না হতো তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। ম্যাডাম আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে মৌ বিউটি পার্লারের মালিক মোছাঃ ছাবিনা ইয়াছমিন ও মনীষা বিউটি পার্লারের মালিক মোছাঃ মনিসা আক্তারের মোবাইলে একাধিকবার কল দিলে কেটে দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
রমনি বিউটি পার্লারের মালিক এমেলি আক্তার রমনী জানান, ঘটনার সময় যদি মার্কেট মালিক উপস্থিত না হতো তাহলে ওরা আমাকে মেরে ফেলতো। ম্যাডাম আমাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। এ ব্যাপারে মৌ বিউটি পার্লারের মালিক মোছাঃ ছাবিনা ইয়াছমিন ও মনীষা বিউটি পার্লারের মালিক মোছাঃ মনিসা আক্তারের মোবাইলে একাধিকবার কল দিলে কেটে দেওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ট্যাগস :









