জাতীয় নির্বাচনে সংস্কৃতি কর্মীদের অগ্রনী ভুমিকা নিতে হবে
- আপলোড সময়: ০৯:২৩:২৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫
- / ৮৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:- জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট গফরগাঁও উপজেলার সম্মেলনে বক্তাগন বলেছেন, মানুষকে খুব সহজেই উদ্বুদ্ধ করতে পারে সংস্কৃতি কর্মীরা।একটি গান বা একটি কবিতা মানুষকে যতোটা প্রভাবিত করতে পারে একজন বক্তা তা পারেনা। মহান মুক্তিযোদ্ধ থেকে শুরু করে দেশের প্রতিটি সংকটে সংস্কৃতি কর্মীরা সাধ্যমত ভুমিকা রেখে জাতিকে সহায়তা করেছে। বক্তাগন বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯দফা কর্মসুচী দিয়ে দেশের মানুষকে জয় করেছিলেন তারই আলোকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১দফা দিয়ে জাতিকে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নিয়েছেন।
তারেক রহমানের ৩১দফাকে জনগনের কাছে খুব সহজেই পৌঁছে দিতে পারে সংস্কৃতি কর্মীরা। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের গফরগাঁওয়ে জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কর্মী সম্মেলনে বক্তাগন এসব কথা বলেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট ময়মনসিংহ জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মোঃ নাসিম সারোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শরীফ মাহফুজুল হক আপেল। প্রধান বক্তা ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের ময়মনসিংহ জেলার সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক।বক্তব্য রাখেন জেলা সদস্য ও জেলা জিয়া পরিষদের সাধারন সম্পাদক অধ্যক্ষ শেখ ইউসুফ লিটন, জেলা জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম মিথুন,যুগ্ম আহবায়ক কবি আক্তারুজ্জামান জামান শাহ, যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম শিহাব,যুগ্ম আহ্বায়ক সজিব হাসান সানি,স্থানীয় সাংস্কৃতিক সংগঠক জসিম উদ্দিন মাষ্টারসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
পরে ইঞ্জিনিয়ার নাসিম সারোয়ারকে আহবায়ক ও মোঃ কাইয়ুমকে সদস্য সচিব করে ৫১সদস্য বিশিষ্ঠ জাতীয়তাবদী সাংস্কৃতিক জোট গফরগাঁও উপজেলা শাখার কমিটি গঠন করা হয়। বক্তাগন বলেন,বিএনপিকে ক্ষমতায় নিতে হলে দলীয় প্রতীক ধানের শীষের প্রার্থীকে ঐক্যবদ্ধ হয়ে বিজয়ী করতে হবে।আগামী নির্বাচন হবে অত্যান্ত চ্যালেঞ্জিং নির্বাচন।









