ভালুকা প্রতিনিধি:- ময়মনসিংহের ভালুকায় মোঃ সাব্বির রায়হান (২৯) নামে এক প্রতিবন্ধী যুবকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় ভালুকা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় হামলার শিকার সাব্বির রায়হান লিখিত বক্তব্য পাঠ করেন।
তিনি জানান, তিনি কৃত্রিম হাতের সাহায্যে চলাফেরা করেন এবং ভালুকা বিপিডিবি অফিসে চাকরি করেন। দীর্ঘদিন ধরে ভালুকা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত আঃ রশিদ মোঃ ফিরুজ মিয়া (৩৮) নানা ধরনের হুমকি ও হয়রানি চালিয়ে আসছিলেন। ফিরুজ মিয়া একটি সংঘবদ্ধ দলের নেতৃত্ব দিয়ে তাকে মারপিটসহ খুন-জখমের হুমকি দিয়ে আসছিলেন বলেও অভিযোগ করেন সাব্বির।
লিখিত বক্তব্যে সাব্বির জানান, গত ২৭ আগস্ট সন্ধ্যা ৭টার দিকে ভালুকা বাজারে রুহুল আমিনের একটি পানের দোকানের সামনে অবস্থান করছিলেন তিনি। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে ফিরুজ মিয়া লোহার রড হাতে নিয়ে এসে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং এলোপাতাড়ি কিল, ঘুষি, লাথি ও রড দিয়ে পিটিয়ে তাকে গুরুতর আহত করেন। এসময় তার কৃত্রিম হাতটি ছিনিয়ে নেওয়া হয়, যার মূল্য প্রায় ১ লাখ ৪৫ হাজার টাকা। এছাড়া তার পাঞ্জাবীর পকেট থেকে নগদ ২৫ হাজার ৮০০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
সাব্বির আরও বলেন, হামলাকারীরা তার ডান চোখে আঘাত করে গুরুতর জখম করে। তিনি চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সংবাদ সম্মেলনে সাব্বির রায়হান জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। এসময় তার বাবা রুহুল আমিনও উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.