স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের নিশিন্দা গ্রামে গোলাম মোস্তফা বিডিআরের মালিকানাধীন একটি ফিশারিতে মাছের খাদ্য হিসাবে মৃত মুরগির নাড়িভুড়ি ব্যবহার করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। শনিবার (৩০ আগস্ট) সকালে সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন এ অভিযান পরিচালনা করেন। অভিযানে মৎস্য ও মৎস্য পণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ এর ৩১(২) ধারায় ফিশারি মালিককে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসাইন জানান, জনস্বার্থে ও নিরাপদ মৎস্য উৎপাদন নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশকঃ- শফিকুল ইসলাম সবুজ।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ- ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন আল-মদিনা সুপার মার্কেট, সিড্ ষ্টোর বাজার, ভালুকা,ময়মনসিংহ। ই-মেইলঃ bhalukainfo@gmail.com
যোগাযোগঃ- ✆ ০১৭১৫৮১৫৬৪৭, ০১৯১৮১৯৯৮৭৩
Copyright © 2025 মুক্তকণ্ঠ. All rights reserved.