ময়মনসিংহ ০৮:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৩১ অগাস্ট ২০২৫, ১৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

ভালুকায় ইট ও বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ খুলে মিথ্যা অপপ্রচার: ভুক্তভোগীর প্রতিবাদ

দৈনিক মুক্তকণ্ঠ
  • আপলোড সময়: ০৫:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫
  • / ১৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ইট ও বালু ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভুয়া ফেইসবুক পেইজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে করে কামরুল ইসলামের ব্যক্তিগত ও সামাজিক ভাবে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই মন্তব্য করেন সচেতন মহল।

কামরুল ইসলাম বলেন হঠাৎ করে তাহার মোবাইল ফোনে দেখতে পান, আমাদের ভালুকা, ভালুকার কথা সহ বিভিন্ন ফেইজবুক আইডি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে ভুয়া পেইজে অপপ্রচার করেছে যা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এসব স্বার্থান্বেশী মহল ঈর্ষান্বিত হয়ে কামরুলের বিরুদ্ধে এসব মিথ্যা বানোয়াট তথ্য অপপ্রচার করছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইট ও বালু ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম বলেন আমার সম্মান হানির চেষ্টায় ভুইফুর ফেসবুক পেইজের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

কামরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে আমাকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তার ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি বলেন ভুয়া অপপ্রচারণার মাধ্যমে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

এ প্রসঙ্গে তিনি আরও জানান “আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হউক।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভুয়া পেইজ খুলে এ ধরনের অপপ্রচার শুধু একজন ব্যক্তিকেই নয়, সমাজ ও দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।

ট্যাগস :

Please Share This Post in Your Social Media

About Author Information

ভালুকায় ইট ও বালু ব্যবসায়ীর বিরুদ্ধে ভুয়া ফেইসবুক পেইজ খুলে মিথ্যা অপপ্রচার: ভুক্তভোগীর প্রতিবাদ

আপলোড সময়: ০৫:৪৮:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩০ অগাস্ট ২০২৫

স্টাফ রিপোর্টার:- ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নে ইট ও বালু ব্যবসায়ী মোঃ কামরুল ইসলামের বিরুদ্ধে একটি কুচক্রী মহল ভুয়া ফেইসবুক পেইজ খুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। এতে করে কামরুল ইসলামের ব্যক্তিগত ও সামাজিক ভাবে সুনাম ক্ষুণ্ণ হচ্ছে এমনটাই মন্তব্য করেন সচেতন মহল।

কামরুল ইসলাম বলেন হঠাৎ করে তাহার মোবাইল ফোনে দেখতে পান, আমাদের ভালুকা, ভালুকার কথা সহ বিভিন্ন ফেইজবুক আইডি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিথ্যা অভিযোগ তুলে ভুয়া পেইজে অপপ্রচার করেছে যা বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এসব স্বার্থান্বেশী মহল ঈর্ষান্বিত হয়ে কামরুলের বিরুদ্ধে এসব মিথ্যা বানোয়াট তথ্য অপপ্রচার করছেন বলে জানা গেছে। এ ঘটনায় ইট ও বালু ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম বলেন আমার সম্মান হানির চেষ্টায় ভুইফুর ফেসবুক পেইজের বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি।

কামরুল ইসলাম জানান, পরিকল্পিতভাবে আমাকে জড়িয়ে ভিত্তিহীন অভিযোগ ছড়ানো হচ্ছে। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং তার ব্যবসায়িক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছে। তিনি বলেন ভুয়া অপপ্রচারণার মাধ্যমে তার বিরুদ্ধে একটি কুচক্রী মহল ষড়যন্ত্র করছে।

এ প্রসঙ্গে তিনি আরও জানান “আমি এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি, বিষয়টি তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়া হউক।”

স্থানীয় সচেতন মহল মনে করছে, ভুয়া পেইজ খুলে এ ধরনের অপপ্রচার শুধু একজন ব্যক্তিকেই নয়, সমাজ ও দেশের ভাবমূর্তিকেও ক্ষতিগ্রস্ত করে। তাই দোষীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি।